কলকাতা, ১ জুলাই:- জোকা-বিবাদি বাগ মেট্রো প্রকল্পে সেনাবাহিনীর জমি যাতে বিনামূল্যে রেলকে ব্যবহার করতে দেওয়া হয় সেব্যপারে রাজ্য সরকার প্রতিরক্ষা মন্ত্রককে অনুরোধ জানাবে।এই সংক্রান্ত জটিলতা কাটাতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী প্রতিরক্ষা মন্ত্রককে চিঠি দেবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।মেট্রো প্রকল্পের জমি সমস্যা নিয়ে সম্প্রতি মুখ্য সচিবের পৌরহিত্যে মেট্রোরেল ও সেনা কর্তৃপক্ষের মধ্যে বৈঠক বসে। ধর্মতলা ও ভিক্টোরিয়া, এই দুই মেট্রো স্টেশনের জন্য প্রয়োজনীয় জমি চেয়ে আগেই মেট্রো রেল ও রাজ্য সরকার সেনাবাহিনীর কাছে আবেদন জানিয়েছে। তবে সেনা বাহিনী ওই জমির দাম চাওয়ায় মেট্রো কতৃপক্ষ তাতে আপত্তি জানায়। তারা এব্যপারে রাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়েছে।জানা গিয়েছে মেট্রোর আবেদনে সারা দিয়ে খুব শীঘ্রই মুখ্যসচিব প্রতিরক্ষা মন্ত্রককে চিঠি দেবেন। সেখানে মেট্রো প্রকল্পের জন্য জমির দাম মুকুব করার অনুরোধ জানানো হবে।
জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের কাজ ঘিরে জট ছিল দীর্ঘদিনের৷ মূল সমস্যা ছিল মোমিনপুরের পর থেকে বিবাদী বাগ পর্যন্ত অংশে৷ এর মধ্যে ভিক্টোরিয়া, ময়দান অঞ্চলে এলাকাতে কাজের সেনাবাহিনীর অনুমতি নিয়েও জট তৈরি হয়েছিল৷ প্রথম জটটি কাটলেও পরের জটে আবারও পড়তে হল মেট্রো কর্তৃপক্ষকে।জোকা থেকে শুরু হয়ে মেট্রো শেষ অবধি পৌঁছবে এসপ্লানেডে। ২০১০ সালে এই মেট্রো প্রকল্পের কাজ শুরু হয়। সেই সময়ই প্রকল্পটির জন্য বরাদ্দ করা হয়েছিল ৫১৩৩.৩৮ কোটি টাকা। জোকা থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রোর এই রুটে মোট ১৪টি স্টেশন থাকছে। জোকা এলাকাতেই ডায়মন্ড পার্ক, আইআইএম ও জোকা স্টেশন। এরপর ঠাকুরপুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারাতলা, মাঝেরহাট, মোমিনপুর, খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট ও এসপ্লানেড। ২০২২ সালের মার্চে এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। তারাতলা থেকে মোমিনপুর পর্যন্ত ২.২৬ কিলোমিটার এই প্রকল্পের অংশ। এই অবধি পুরোটা মাটির উপর দিয়ে মেট্রো যাবে।