এই মুহূর্তে জেলা

স্ত্রীকে বাপেরবড়ি থেকে ফেরাতে না পেরে বাবাকে ‘খুন’ করে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের।

হাওড়া, ৬ মার্চ:- স্ত্রীকে তার বাপেরবড়ি থেকে ফেরাতে না পেরে মানসিক অবসাদের জেরে বৃদ্ধ বাবাকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলো ছেলে। হাওড়ার বেলুড় থানার অন্তর্গত রাজেন শেঠ লেনের ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে, বাবাকে শ্বাসরোধ করে ‘খুন’ করে লিলুয়া স্টেশনে ট্রেনের সামনেই ঝাঁপ দেন নারায়ণ ঋত নামের ওই যুবক। যদিও জিআরপির তৎপরতায় উদ্ধার হওয়া যুবককে আহত অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। নারায়ণ গোটা ঘটনা হোয়াটস অ্যাপে জানান তার দিদিকে। খবর পেয়ে বেলুড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘর থেকে উদ্ধার করে বৃদ্ধ বাবা হারাধন ঋতের (৭০) দেহ। ঘটনার তদন্তে নেমেছে বেলুড় থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা তাপস সরদার বলেন, নারায়ণ ওর স্ত্রীকে আনতে পরিবারের সঙ্গে গিয়েছিল।

কিন্তু ওর স্ত্রী শ্বশুরবাড়ি আসেনি। স্ত্রী না আসায় মানসিকভাবে ভেঙে পড়েছিল। সেই কারণেই এমন ঘটনা ঘটিয়েছে বলে অনুমান। কোর্ট পেপারে লিখেছে আমার বাবাকে দেখার কেউ নেই। তাই বাবাকে মেরে নিজে শেষ হয়ে যাব। ছেলেটির শ্বশুরবাড়ি মথুরাপুরে। সেখানেই যা ঘটনা ঘটার ঘটেছে। ওরা এক ভাই এক বোন। সে বোনকে একটা মেসেজ পাঠায়। সেই মেসেজ দেখে বোন বাড়িতে এসে দেখে এই ঘটনা। অনুমান শ্বাসরোধ করে বাবাকে খুন করা হয়েছে। জিআরপি থেকে জানা গিয়েছে নারায়ণ নিজেও আত্মহত্যা করতে গিয়েছিল। কিন্তু বেঁচে গিয়েছে। সামান্য আঘাত লেগেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।