নদীয়া,৫ মে:- “যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম” লকডাউনের মাঝে গৃহবন্দি দুটি মনের মিলন হল। পারস্পরিক দূরত্ব বজায় রেখে শুভ পরিনয় সম্পন্ন হল। নিয়ম রক্ষার্থে বরযাত্রী মাত্র তিনজন , কন্যার পক্ষেও তিনজন, পৌরোহিত্য করা ব্রাহ্মণ, বর কনে সকলেই মুখে মাক্স লাগিয়ে ছাতনা তলায় চক দিয়ে কাটা সীমারেখার মধ্যে অবস্থান। নদীয়ার শান্তিপুর শহরের বাগআঁচড়া অঞ্চলের রঘুনাথ বিশ্বাসের একমাত্র কন্যা কামনা বিশ্বাসের সাথে শান্তিপুর শহরের ২৪ নম্বর ওয়ার্ডের রামনগর চর এলাকার বিধান প্রামানিকের একমাত্র পুত্র বিনয় প্রামানিকের শুভপরিণয়ের সাক্ষী হয়ে থাকলো সোশ্যাল মিডিয়া এবং নেটদুনিয়া। ৬ মাস আগেই পাকা কথা হয়েছিল ঠিকই গত ১৭ এপ্রিল চার হাত এক করার কথা ছিল ! সেইমতো কার্ড ছাপানো আত্মীয়-স্বজন কি নিমন্ত্রণ সবটাই হয়ে গেলেও লকডাউন গ্রাস করল সবকিছু। পাড়ার গুণীজন আত্মীয়-স্বজনের আন্দাজ করা লকডাউন ৩ তারিখ পর্যন্ত জারি হতে পারে ভেবে অগত্যা বিয়ের তারিখ পিছিয়ে ৪ঠা মে করা হয়। লকডাউন এর সময়সীমা বাড়ায়, আগামী কতদিন থাকবে তা অনিশ্চিত থাকায় এলাকার মেম্বার প্রধান উপ প্রধান সহ আত্মীয়-স্বজনদের আলোচনায় উঠে আসে সম্মতি। ঠাকুমার নাতজামাইয়ের মুখ দেখার তাগিদেই বিনয়ের কামনা রাজি হয় অবশেষে পুরোহিত সন্তোষ ঘোষাল জানান আইবুড়ো ভাত,গায়ে হলুদ, নান্হিমুখ, কন্যা সম্প্রদান ধর্মীয় রীতিনীতি সবটাই ঠিকঠাক পালন করা হয়েছে। নবদম্পতির মঙ্গলার্থে, তবে তা সরকারি নিয়ম নীতি সব মেনেই এই শুভ বিবাহ সম্পন্ন করা হচ্ছে।
Related Articles
তৃণমূল এসসি , এসটি , ওবিসি সেলের উদ্যোগে রক্তদান চুঁচুড়ায়।
সুদীপ দাস,৩ জুলাই:- হুগলী চুঁচুড়া-শহর তৃণমূল এসসি,এসটি,ওবিসি সেলের উদ্যোগে শনিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো চকবাজার দেবীপার্ক এলাকায়। দেবীপার্কের ৬নম্বর ওয়ার্ড কমিউনিটি হলে এই শিবির অনুষ্ঠিত হয়। মূলত সংগঠনের শহর সভানেত্রী অনিন্দিতা মন্ডল আয়োজিত এই শিবিরকে সাধারন শিবির বলা ভূল হবে কারন দলীয় বহু নেতা-মন্ত্রীর উপস্থিতি ও কর্মীদের উৎসাহ-উদ্দীপনায় এই শিবির উৎসবের রূপ নেয়। সকাল […]
কালার থেরাপি নয়, আগামীকাল সাত রঙে মাতবেন রচনা।
হুগলি, ১৩ মার্চ:- একেক দিন একেক রংয়ের শাড়ি পড়া নিয়ে রচনা বলেছিলেন আমি ‘কালার থেরাপি’ করি। বার দেখে রং পড়ি। তবে, আগামীকাল কোন রঙে মাতবেন? সাংসদের জবাব, কাল কালার থেরাপি নয়। কাল সাত রঙ থাকবে। আগামীকাল যদি গত লোকসভায় আপনার প্রতিদ্বন্দ্বী বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়, রং মাখাবেন? প্রশ্ন শুনে অবাক রচনার সাফ জবাব, […]
ব্যারাকপুর ও টিটাগড়ের মানুষকে জয় উৎসর্গ করলেন তৃণমূলের তারকা প্রাথী রাজ চক্রবর্তী ।
ব্যারাকপুরঃ , ২ মে:- এই জয় ব্যারাকপুর ও টিটাগড়ের মানুষের জয়। গনোনা কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদি কদের উদ্দেশ্য এমনটাই মন্তব্য করলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের জয়ী তারকা তৃণমূল প্রার্থী তথা চলচিত্র পরিচালক রাজ চক্রবর্তী। তৃণমূলের জয়ী পার্থী রাজ চক্রবর্তী এদিন বলেন,বাংলার মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন,উনি বাংলার মেয়ে যিনি সবাইকে আগলে […]