এই মুহূর্তে জেলা

জঞ্জালমুক্ত শহর গড়তে অভিনব উদ্যোগ বৈদ্যবাটি পুরসভার।

হুগলি, ৪ মার্চ:- জঞ্জাল মুক্ত শহর গড়তে রিডিউস, রিসাইকল ও রিইউজ অর্থাৎ ট্রিপল আর পদ্ধতী প্রয়োগে দৃষ্টান্ত গড়ল বৈদ্যবাটি পুরসভা। সোমবার বৈদ্যবাটি আরএমসি মাঠে পুরনো জামা কাপড়, জুতো ও ছোটদের খেলনা সমৃদ্ধ স্টোরের সূচনা করেন স্থানীয় বিধায়ক অরিন্দম গুঁই। ছিলেন বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো, সাফাই বিভাগের দায়িত্বে থাকা কাউন্সিলর অমৃত ঘোষ, মহুয়া ভট্টাচার্য ও স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণেন্দু কুন্ডু। পরিবেশ ও গঙ্গা কে দূষণ মুক্ত রাখতে স্বচ্ছ ভারত মিশনের ২:০ কে মান্যতা দিয়ে বর্জ্যের হ্রাস ও বর্জ্যের পুর্নব্যবহারের উপর জোড় দিয়ে জঞ্জাল মুক্ত শহর গড়তে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিধায়ক অরিন্দম গুঁই বলেন, এই ধরনের উদ্যোগে শহর যেমন পরিস্কার পরিচ্ছন্ন থাকবে। তেমনি স্টোরের মাধ্যমে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবার গুলি সুযোগ সুবিধা পাবেন। পুরপ্রধান পিন্টু মাহাতো বলেন, সম্প্রতি আমরা কেন্দ্রের বিচারে রাজ্যের মধ্যে প্রথম স্বচ্ছ শহরের তকমা পেয়েছি। সেই লক্ষ্যেই আমরা প্লাস্টিক মুক্ত শহর ও গঙ্গা দূষণ রোধে ভ্রাম্যমান ভুটভুটিতে প্রচার অভিযান শুরু করেছি। কাউন্সিলর অমৃত ঘোষ বলেন, বাতিল অথচ পরিস্কার পরিধানযোগ্য বস্ত্র, খেলনা শহরবাসীর থেকে নিয়ে যাদের সামর্থ নেই তাদের বিলি করা হবে।