হাওড়া, ৪ মার্চ:- হাওড়ায় আন্দুল রোডে তেলের ট্যাঙ্কারে আগুন। পেট্রোল ভর্তি ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে এদিন রক্ষা মেলে। জানা গেছে, সোমবার বিকেল পাঁচটা নাগাদ মৌড়িগ্রামের ইন্ডিয়ান অয়েল ডিপো থেকে পেট্রোল লোড করে ডানকুনির দিকে রওনা দিয়েছিল গাড়িটি। আন্দুল রোডের উপর পাকুরতলার কাছে হঠাৎ গাড়ির সাইলেন্সার পাইপের কাছে ধোঁয়া লক্ষ্য করা যায়। এবং সেই ধোঁয়া লক্ষ্য করে এলাকার মানুষের চিৎকার শুনে গাড়িটি দাঁড়িয়ে যায়। এরপরই আগুন লক্ষ্য করা যায়।
দ্রুততার সঙ্গে চালক এবং তাঁর সহযোগী হেল্পার অগ্নিনির্বাপক গ্যাস প্রয়োগ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আশপাশের মানুষজন এবং দোকানদার সকলেই আগুন নেভাবার কাজে নেমে পড়েন। কিছুক্ষণের মধ্যে সকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আশপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন যেহেতু আশপাশে বসতি বাড়ি এবং দোকান বাজার ছিল। কি কারণে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সাইলেন্সার পাইপ থেকেই কোনওভাবে ওই আগুন লাগে।