হুগলি, ১ মার্চ:- চন্দননগর অবনীন্দ্র আর্ট গ্যালারিতে নতুন শিল্পীদের আঁকা ছবির প্রদর্শননী শুরু হল।মন্ত্রী ইন্দ্রনীল সেন জানালেন শিল্পীদের আরও উৎসাহী করতে পর্যটন দপ্তরের গেস্ট হাউসের দেওয়ালে টাঙানো থাকবে এই সব ছবি। রাজ্যে প্রথম এই ধরনের উদ্যোগ। চন্দননগর চারুকলা প্রশিক্ষণ শিবিরে গত বছর ১৮ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত শিল্প কর্মের শিবির অনুষ্ঠিত হয়। সেই শিবিরে নামী শিল্পীরা নতুন শিল্পীদের তালিম দেন।জল রঙ, ক্লে আর্ট, ভাস্কর্যের সুন্দর সুন্দর সৃষ্টি করেন অনামী সব শিল্পীরা। ছবিতে চন্দননগর স্ট্যান্ড, টাওয়ার ক্লক, গাছ, ফুল, প্রকৃতি, সরস্বতীর মত নানা রকম বিষয় উঠে আসে। সেই সব শিল্প কর্ম নিয়ে আজ এক প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন।
উপস্থিত ছিলেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। ইন্দ্রনীল সেন বলেন, রাজ্যের পর্যটন কেন্দ্রের যেখানে যেখানে গেস্ট হাউস আছে সেখানে এই শিল্পীদের ছবি টাঙানো থাকনে। ছবিতে শিল্পীদের নাম থাকবে। এতে রাজ্যের বহু মানুষের কাছে তাদের শিল্প কর্ম পৌঁছে যাবে। শিল্পী পারসতী পাড়ুই ও অর্পিতা দাস বলেন, খুব ভালো লাগছে আমাদের ছবি নিয়ে প্রদর্শনী হচ্ছে। শিবির হওয়ার পর এক বছর কেটে গেছে ছবি গুলোর কি হল তা ভাবছিলাম। মন্ত্রী বললেন আমাদের মত নতুনদের ছবি পর্যটন দপ্তরে গেস্ট হাউসে থাকবে গুরুত্ব পাবে ভাবতেই ভালো লাগছে। প্রদর্শনী চলবে ১০ মার্চ পর্যন্ত, দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।