এই মুহূর্তে জেলা

১০ বছরে ২৫ কোটি মানুষের দারিদ্র দূরীকরণ, আরামবাগের সরকারি মঞ্চে দাবি প্রধানমন্ত্রীর।


হুগলি, ১ মার্চ:- এরাজ্যের মানুষের সক্রিয় সহায়তায় বিকশিত ভারত গঠনের লক্ষ্য পুরণ হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন। হুগলির আরামবাগে আজ সাত হাজার কোটি টাকার বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গীকরণের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কোনো রাজ্যে পরিকাঠামোগত উন্নয়ন হলে অগ্রগতির অনেক রাস্তা খুলে যায়। কেন্দ্রীয় সরকার কৃষক, মহিলা , যুব প্রজন্ম এবং গরীব মানুষের সামগ্রিক কল্যাণে নিরন্তর কাজ করে চলেছে। যার পরিণাম স্বরূপ গত ১০ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন। প্রধানমন্ত্রী জানান, এই বছর এরাজ্যে শুধুমাত্র রেলের উন্নয়নের জন্য ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা ২০১৪ সালের তুলনায় তিন গুন বেশি। বিগত ১০ বছরে রেলের প্রায় বন্ধ হতে চলা অনেক প্রকল্পে গতি এসেছে।

৩ হাজার কিলোমিটারের বেশি রেলপথ সম্প্রসারণ হয়েছে। অমৃত ভারত প্রকল্পের আওতায় রাজ্যের ১০০ স্টেশনের আধুনিকীকরণের কাজ হয়েছে। ৫ বন্দে ভারত সহ ১৫০র বেশি নতুন ট্রেন পেয়েছে এরাজ্য। তিনি আরো জানান হলদিয়া – বরাউনি পাইপলাইনের মাধ্যমে চার রাজ্যের মধ্যে দিয়ে অশোধিত তেল তিনটি পৃথক সংশোধনাগারে পৌঁছাবে। এই প্রকল্পের মাধ্যমে পরিবেশ রক্ষা করে কম খরচে তেল পরিবহণের নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরে বটলিং প্লান্ট সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্ম সংস্থানের অনেক পথ খুলে যাবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, সাংসদ সুকান্ত মজুমদার, সৌমিত্র খাঁ প্রমুখ উপস্থিত ছিলেন।