এই মুহূর্তে কলকাতা

১০০ দিনের কাজের টাকা মেটানোর প্রক্রিয়া নবান্নের।

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:- কেন্দ্রের বকেয়া একশো দিনের কাজের টাকা মেটানোর প্রক্রিয়া শুরু করে দিচ্ছে নবান্ন। সোমবার থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো শুরু হয়ে যাবে। আগামী পয়লা মার্চের মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে। নবান্ন সূত্রে খবর, জিটিএ এলাকা সহ রাজ্যের ২২টি জেলায় একশো দিনের কাজের মজুরি বাবদ বকেয়া দু হাজার ছশো পঞ্চাশ কোটি টাকারও বেশি টাকা দিয়ে দেওয়া হয়েছে। এরমধ্যে গোর্খাল্যান্ড ট্রাইবুনাল অ্যাসোসিয়েশনের প্রাপ্য ১২৯ কোটি ৪২ লক্ষ ৮৯ হাজার ৭২৮ টাকা। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ২৬ ফেব্রুয়ারি সোমবার থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে একশো দিনের কাজের মজুরি।

এই প্রসঙ্গে জিটিএ মুখপাত্র এস পি শর্মা জানান, কেন্দ্রীয় সরকার নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। কিন্তু কেন্দ্র এই কথা বুঝতে পারেনি যে, এতে খেটে খাওয়া মানুষগুলিও সমস্যায় পড়ে যাচ্ছেন। রাজ্যের এই সিদ্ধান্ত আগামী লোকসভা ভোটেও প্রভাব ফেলবে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কেন্দ্র যদি একশোর দিনের কাজের টাকা না দেয়, তাহলে রাজ্য সরকার তা মিটিয়ে দেবে। এর আগে একশো দিনের কাজের টাকা আদায়ের দাবিতে দিল্লিতে গিয়ে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। ইতিমধ্যে কেন্দ্রের কাছে প্রাপ্য টাকা আদায় নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা-অভিষেকের এই যৌথ প্রতিশ্রুতি এবার বাস্তবে পর্যবসিত হতে চলেছে।