এই মুহূর্তে জেলা

মর্মান্তিক ! ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু শাশুড়ি-জামাইয়ের।


হাওড়া, ২৬ ফেব্রুয়ারি:- মর্মান্তিক! ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু শাশুড়ি-জামাইয়ের, ঘটনায় জখম মেয়ে ভর্তি হাসপাতালে। ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো শাশুড়ি ও জামাইয়ের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মেয়ে। হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত চকপাড়া শান্তিনগরের ঘটনায় চাঞ্চল্য। রবিবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন।

ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রভীন ত্রিপাঠি। অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের মৃত্যু হলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি একজন। আগুন লাগার কারণ জানতে ফরেনসিক পরীক্ষা হবে বলে জানান পুলিশ কমিশনার। পুলিশ সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি কমলা সানা। মৃতেরা হলেন মধুসুধন সানা ( জামাই) এবং শাশুড়ি আঙুর বালা দলুই।