এই মুহূর্তে খেলাধুলা

প্রধানমন্ত্রীকে ট্যুইট করে ইংলিশ চ্যানেল পার হবার সরকারী সাহায্যের আর্জি চুঁচুড়ার সাঁতারু তিয়াসার।

হুগলি,৮ মার্চ:-  আজ আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর একাধিক সোশ্যাল মিডিয়ার একাউন্টে মহিলাদের মনের ইচ্ছার কথা প্রকাশ করার আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়েই আজ প্রধানমন্ত্রীর একাধিক সোশ্যাল মিডিয়ার একাউন্ট মহিলাদের কমেন্টে ভরে যায়।একইভাবে আজ প্রধানমন্ত্রীকে ট্যুইট করেন চুঁচুড়ার জাতীয় সাঁতারু তিয়াসা মন্ডল। তিয়াসা আজ জেলাজুড়ে পরিচিতি লাভ করলেও তাঁর ছোটবেলার স্বপ্ন ইংলিশ চ্যানেল পার হওয়া আজও স্বপ্নই রয়ে গেছে। ইতিমধ্যে ৮১ কিমি যা বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগীতা হিসাবে খ্যাত সেখানেও সুনামের সাথে সাফল্য পাওয়া সত্তেও পয়সার অভাবে ইংলিশ চ্যানেল পার হওয়া আজও স্বপ্নই রয়ে গেছে তিয়াসার। সরকারী-বেসরকারি বহু জায়গায় আবেদন জানিয়েও কাজ হয়নি। তাই নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় মনের কথা জানানো যাবে, তা জানতে পেরে আর থেমে থাকেনি তিয়াসা। আজ সকাল-সকাল তিয়াসা চুঁচুড়ার কনকশালীতে নিজের বাড়িতে বসে প্রধানমন্ত্রীকে ট্যুইট করলো তিয়াসা। ট্যুইটে ইংলিশ চ্যানেল পার করার জন্য সরকারী সাহায্যের আবেদন জানালো তিয়াসা মন্ডল।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.