এই মুহূর্তে জেলা

জন্মাষ্টমীর দিনেই দুর্গাপূজার খুঁটিপুজো আরামবাগে।

হুগলি, ৩০ আগস্ট:- জন্মাষ্টমী উপলক্ষ্য সারা দেশজুড়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজোপাঠ। এই পবিত্র দিনেই বাঙালির দুর্গাপুজোর কাউন ডাউন শুরু হয়ে যায়।রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও দেবী দুর্গার কাঠামো পুজো, কোথাও দেবী দুর্গার খুঁটি পুজো আবার কোথাও দেবী দুর্গার প্রতিমা তৈরির জন্য মাটি তোলা হয়।সেই মতো পুজোর ঘন্টা বেজে গেল হুগলির আরামবাগ বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের। এই পুজোর শুভ সূচনা হয়েছিল ১৯৫৮ সালে। এই ক্লাবের পূজো এই বছর প্রায় ৬২ বছরে পদার্পণ করেছে। সোমবার হুগলির আরামবাগের হেড পোস্ট অফিস সংলগ্ন বিবেকানন্দ ক্লাবের পূজো মণ্ডপের সামনে দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে গেল। এদিন ক্লাব প্রাঙ্গণে ক্লাবের সদস্য থেকে শুরু করে স্থানীয় ব্যবসাদার ও পাড়া-প্রতিবেশীদের নিয়ে এই খুঁটি পূজার আয়োজন করা হয়েছিল।

বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজোর ইতিহাস মহাকুমা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নাম শোনা যায়। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালে ছোট্ট করে পুজোটি অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে পুজোর কাটছাঁট করে হয়। এবছরও সমস্ত সরকারি বিধি মেনে পূজা আয়োজন করা হবে বলে জানা গেছে। এই ক্লাবের পুজোর শুভসূচনা হয়ে গেল খুঁটি পূজার মধ্য দিয়ে। খুঁটি পূজা উপলক্ষে উপস্থিত ছিলেন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সম্পাদক শুভাশিস পাল, প্রদীপ চৌধুরী, লক্ষণ পাখিরা, শেখ রফিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এই বিষয়ে ক্লাবের সম্পাদক শুভাশিস পাল জানান,এই বছর আমাদের পুজো ৬২ বছরে পদার্পন করেছে। আমরা খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপূজার সুচনা করলাম।তবে এই বছর করোনা পরিস্থিতিতে পুজোর কাটছাঁট করা হচ্ছে। থিমের বাহার না থাকলেও দেবী মুর্তির মধ্যে বৈচিত্র্য থাকবে।সবমিলিয়ে আরামবাগ স্পোটিং ক্লাবের খুঁটি ক্লাবের উৎসাহ ছিলো বেশ চোখে পড়ার মতোন।