এই মুহূর্তে জেলা

হারানো মোবাইল মালিকের হাতে তুলে দিলো শেওরাফুলি জিআরপি।

হুগলি, ৭ ফেব্রুয়ারি:- বিভিন্ন সময় ট্রেন অথবা স্টেশন চত্তর থেকে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলেন শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ৷এদিন হারানো প্রাপ্তি নামক একটি অনুষ্ঠানেল মধ্য দিয়ে এই সব মোবাইল ফেরত দেওয়ার উদ্যোগ নেয় শেওড়াফুলি জিআরপি। হাওড়া জিআরপি ডিএসপি হেডকোয়ার্টার পারমিতা মুখার্জি, ও শেওড়াফুলি জিআরপি ইনচার্জ প্রদ্যুৎ ঘোষ এর উদ্যোগে মোট ৪৫ টির বেশি মোবাইল ফিরিয়ে দেওয়া হল আজ। হাওড়া জিআরপি ডিএসপি হেডকোয়ার্টার পারমিতা মুখার্জি বলেন

বিভিন্ন সময়ে ভিড় ট্রেন থেকে অথবা স্টেশন চত্তর থেকে যেই মোবাইল গুলো হারিয়ে যায়। সেগুলোর নির্দিষ্ট তদন্ত করে আমাদের হারানো প্রাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে মোট ৪২ টি মোবাইল ফিরিয়ে দেওয়া হলো। আমরা কিছু সময় অন্তর অন্তর তখন এ ধরনের প্রোগ্রাম করে থাকি। মোবাইলের যারা আসল মালিক তাদেরকে চিহ্নিত করে তাদের মোবাইল তাদের হাতে তুলে দিলাম। ফিরে পাওয়া মোবাইল ফোনের এক মালিক বলেন আমি ভাবিনি এই ফোন ফিরে পাবো। পুজোর সময় পঞ্চমীর দিন মোবাইলটি হারিয়ে গেছে তারপরে শেওড়াফুলি জিআরপিতে অভিযোগ জানাই আজ প্রায় চার মাস পরে মোবাইল ফিরে পেলাম। খুব ভালো লাগছে , জিআরপি থানার পুলিশকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো।