এই মুহূর্তে জেলা

শিবরাত্রিতে খুলল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ , খুশি ভক্তদের।


হুগলি, ১ মার্চ:- আজ শিবরাত্রি। সকাল থেকে শিবের মাথায় জল ঢালতে দীর্ঘ লাইন। আজ শিবরাত্রীর দিন থেকে ভক্তদের জন‍্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের গর্ভগৃহ। এতদিন মন্দির খোলা থাকলেও করোনা পরিস্থিতির জন‍্য ভক্তদের গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না। গর্ভগৃহের বাইরে রাখা চোঙের মাধ্যমে জল ঢালছিলেন ভক্তরা।

আজ পূর্নাথীরা গর্ভগৃহে প্রবেশ করে শিবের মাথায় দুধ গঙ্গাজল ঢেলে পুজো দিচ্ছে। পাশাপাশি আজ শিবরাত্রী উপলক্ষ‍্যে তারকেশ্বর মন্দির সারা রাত খোলা থাকবে। উল্লেখ্য, ২ বছর আগে যখন প্রথম করোনা সংক্রমনের কারণে তখন রাজ‍্যের অন‍্যান‍্য ধর্ম প্রতিষ্টানের সাথে সাথে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়।