এই মুহূর্তে কলকাতা

প্রশ্নের উত্তর না শুনলে বিধানসভায় বিধায়কদের বিরুদ্ধে কড়া বার্তা অধ্যক্ষর।

কলকাতা, ৭ ফেব্রুয়ারি:- কোনো বিধায়ক বিধানসভায় প্রশ্ন জমা দিয়ে যদি তার উত্তর শোনার জন্য উপস্থিত না থাকেন তবে তার বিরুদ্ধে এবার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজ এই মর্মে সব দলের সদস্যদের সতর্ক করে দিয়েছেন। আজ বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অধ্যক্ষ বলেন,

প্রশ্ন জমা দিচ্ছেন কিন্তু বিধায়করা সেই প্রশ্ন অধিবেশনে উত্থাপন করছেন না। এমনকী সময় মতো আসছেনও না। মন্ত্রীরা উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে আসছেন। কিন্তু প্রশ্ন কর্তা আসছেন না। এটা বারবার ঘটছে। যা তিনি আর মেনে নেবেন না। প্রশ্ন জমা দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর উত্তর দেওয়ার নির্দিষ্ট দিনে কেউ সময়মতো না এলে সংশ্লিষ্ট বিধায়ককে পরবর্তী ২-৩ দিন আর প্রশ্ন করতে দেওয়া হবে না বলে অধ্যক্ষ জানিয়েছেন।