হাওড়া, ৬ ফেব্রুয়ারি:- ‘পাগলা’ কুকুরের আতঙ্কে জেরবার হাওড়ার জগৎবল্লভপুরের বেলেপ্রতাপপুরের বাসিন্দারা। অভিযোগ, শুধু একদিনেই কুকুরের কামড়ে জখম হয়েছেন কমবেশি ১৬ জন। বুধবার ঘটনাটি ঘটে জগৎবল্লভপুরের বেলেপ্রতাপপুর এলাকায়। এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার একটি ‘পাগলা’ কুকুর গত কয়েকদিন ধরে স্থানীয় বাসিন্দাদের কামড়াচ্ছে। এদিন সকাল থেকে ওই কুকুরের কামড়ে ১৬ জন জখম হয়েছেন।
আহতদের মধ্যে ৮ জনকে নিয়ে যাওয়া হয় কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানে তারা চিকিৎসাধীন। এদিন বিকেল থেকে হঠাৎই ওই কুকুরটি এলাকার ছোট বাচ্চা থেকে শুরু করে অঅন্যান্যদের কামড়ায়। গ্রামবাসীরা আহত ৮ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় তাদের জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতাল থেকে চিকিৎসক কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ।