এই মুহূর্তে কলকাতা

ক্যাগের রিপোর্ট নিয়ে বিধানসভায় শাসক-বিরোধী দ্বৈরথ।


কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল – ক্যাগের সাম্প্রতিক রিপোর্ট নিয়ে বিধানসভায় বিজেপির আলোচনার দাবিকে কেন্দ্র করে শাসক বিরোধী দ্বৈরথ বাঁধে। আজ বিধানসভার প্রশ্নোত্তর পর্ব শেষে প্রধান বিরোধী দল বিজেপি বিধানসভায় ক্যাগ রিপোর্টে নিয়ে আলোচনা দাবি জানায়৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই দাবি না মানায় বিজেপি বিধায়করা স্লোগান দিতে দিতে কক্ষ ত্যাগ করেন৷ এরপর বিধানসভার নর্থ গেটের বাইরে এই নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।