এই মুহূর্তে জেলা

তেলেনিপাড়া কনজিউমারস কো-অপারেটিভ এর ৩৭ তম বাৎসরিক সভা।

প্রদীপ বসু, ৫ ফেব্রুয়ারি:- ভদ্রেশ্বর মিউনিসিপ্যাল টাউন লাইব্রেরির প্রেক্ষাগৃহে তেলিনিপাড়া কনজ্যুমারস কো অপারেটিভ স্টোরস লিমিটেড এর ৩৭ তম বাৎসরিক সভা হয়ে গেল। এই সভায় সভাপতিকে সন্মান জানানো হয়। সভাপতির অনুমতি নিয়ে শুরু হয় সভার কাজ।কনজ্যুমারদের ২০২২/২৩ সালের আয় ব্যয়ের হিসাব জানানো হয়।

সভার মাঝে কিছু দাবির ভিত্তিতে তর্কে জড়িয়ে পড়ে কনজিউমার ও কমেটি।পরে আগের দায়িত্ব প্রাপ্ত সম্পাদক ভবানী প্রসাদ গঙ্গোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই সভা থেকে দাবি রাখা হল স্থায়ী অফিসের। কমিটির নতুন সম্পাদক সমীর ব্যানার্জি এক সাক্ষাৎকারে জানান বর্তমান সমবায়কে আরও উন্নতির লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দাবি রাখা হচ্ছে।