হুগলি, ৪ এপ্রিল:- গোপন সূত্রে খবর পেয়ে শ্রীরামপুর আবগারি শুল্ক অভিযান চালিয়ে চোলাই মদ উদ্ধার করল। বৃহস্পতিবার শ্রীরামপুরের কাঁটাপোল ধার থেকে দেশি চোলাই মদ বাজেয়াপ্ত করে। পুলিশের অনুমান সেখানে বেআইনি মদের ঠেক চলত। যে কারণে সেখানে প্লাস্টিক ক্যারিব্যাগে ও প্লাস্টিক বোতলে থাকা মদ উদ্ধার করা হয়। তবে বেআইনি মদ বিক্রির অভিযোগ যার বিরুদ্ধে সেই অভিযুক্ত পুলিশের চোখে ধুলো দিয়ে চম্পট দিয়েছে। পুলিশের অনুমান বাজেয়াপ্ত হওয়া চোলাই মদের বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। আবগারি শুল্ক দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন নিষিদ্ধ চোলাই মদ বিক্রির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। ধরপাকর চলবে।