এই মুহূর্তে কলকাতা

রাজ্য পুলিশের শীর্ষস্তরে বেশ কিছু রদবদল।


কলকাতা, ৩১ জানুয়ারি:- রাজ্য পুলিশের শীর্ষ স্তরে বেশ কিছু রদবদল করা হল। রাজ্য পুলিশে সব মিলিয়ে ৪৫ জন আই পি এস অফিসার কে বদলি করা হয়েছে বুধবার। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নিয়মমাফিক এই বদলি বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এডিজি আইনশৃঙ্খলা পদে মনোজ বর্মাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই পদে এতদিন দায়িত্বে থাকা জাভেদ শামীমকে গোয়েন্দা বিভাগে পাঠানো হয়েছে। পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার তিন পুলিশ জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

বসিরহাট পুলিশ জেলায় পুলিশ সুপার জবি থমাসের জায়গায় হোসেন মেহেদী রহমানকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বারাসাত পুলিশ জেলার নতুন সুপার হয়েছেন প্রতীক্ষা ঝাড়খারিয়া। এই জেলার পুলিশ সুপার পদে থাকা ভাস্কর মুখোপাধ্যায় কে মালদা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। অন্যদিকে বনগাঁ পুলিশ জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল দীনেশ কুমার কে।