এই মুহূর্তে জেলা

রাত ওহালেই শুরু মাধ্যমিক, হুগলির স্কুলগুলিতে চলছে চূড়ান্ত প্রস্তুতি।

হুগলি, ১ ফেব্রুয়ারি:- বৈদ্যবাটি শেওড়াফুলি সার্কেলের শেওড়াফুলি বিবেকানন্দ হাইস্কুল, বৈদ্যবাটি সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়, বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশন এই তিনটি স্কুলে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। এই তিনটে স্কুলে মোট ১৬ টি স্কুলের মোট ৯৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। তার আগে স্কুলগুলোতে শুরু হয়েছে চূড়ান্ত পর্যায় প্রস্তুতি পর্ব।

পরীক্ষা পরীক্ষার্থীদের সুবিধার্থে স্কুলে ঢোকার গেটেই লাগানো হয়েছে রুম নাম্বার ও সিট নাম্বার। তাছাড়াও স্কুলগুলির মধ্যে কেউ যদি পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে তা কেউ যদি অসুস্থ থাকে তার জন্য আলাদা করে সিক রুম করা হয়েছে। এবছর হুগলি জেলায় মোট ১৪২ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থী ৪৮,১৯২ জন।ছাত্র ২১.০৮৮ ছাত্রী ২৭,১০৪ জন।