এই মুহূর্তে জেলা

বিজেপি মহিলা মোর্চার অবরোধ হাওড়ায়।


হাওড়া, ৩০ জানুয়ারি:- সোমবার ব্যারাকপুরে বিজেপির আইন অমান্য কর্মসূচিতে লাঠিচার্জের ঘটনায় দলের রাজ্য সভাপতি সহ বিজেপি কর্মীদের আহত হওয়ার ঘটনা এবং বিজেপির কর্মী সমর্থকদের গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে হাওড়া ময়দানে পঞ্চাননতলা ও জি টি রোডের সংযোগস্থলে প্রতিবাদ বিক্ষোভ করে বিজেপি মহিলা মোর্চা। এদিন হাওড়া জেলা সদর বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী পৌলমী আদকের নেতৃত্বে মিছিল করে আসার পথে মহিলা মোর্চার কর্মীদের ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ।

বিজেপি মহিলা মোর্চার কর্মীরা সেখানেই রাস্তায় বসে অবরোধ করেন। প্রায় আধ ঘন্টা অবরোধের পর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। উল্লেখ্য, বাংলায় আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে আইন অমান্য কর্মসূচি চলার সময় লাঠিচার্জের অভিযোগ ওঠে। পুলিশ সেখানে জলকামানও ব্যবহার করে। অন্যদিকে, পুলিশকে লক্ষ্য করে ইঁটপাটকেল ছোঁড়া হয় বলে অভিযোগ ওঠে। দু’পক্ষের কয়েকজন জখম হন। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে।