এই মুহূর্তে জেলা

‘ইন্ডিয়া’ জোট নিয়ে নেত্রীর নির্দেশ না পাওয়া পর্যন্ত হাওড়ায় “৪২ শে ৪২” দেওয়াল লিখনে অসন্তুষ্ট প্রসূন।

হাওড়া, ২৯ জানুয়ারি:- ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম শরিক পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। কিন্তু কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে বাংলায় এখনো ‘জটিলতা’ রয়েছে। ঐকমত্যে আসতে কংগ্রেস নেতৃত্ব সমঝোতার চেষ্টা করছে। কিন্তু এরমধ্যেই বাংলায় “৪২ শে ৪২” এই স্লোগান তুলে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে হাওড়ায়। ২৫নং ওয়ার্ডে তৃণমূল নেতা বিশ্বনাথ দাসের নেতৃত্বে কর্মীরা ইতিমধ্যেই এই দেওয়াল লিখনে নেমে পড়েছেন।

যা নিয়ে যথেষ্ট বিড়াম্বনায় দলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় হাওড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন এখনো পর্যন্ত কোনও কিছু চূড়ান্ত নয়। নেত্রীর নির্দেশ পাইনি। তারমধ্যে এই ধরনের কাজে দলের কর্মীদের কাছে ভুল বার্তা যাবে।