এই মুহূর্তে জেলা

শেওড়াফুলি স্টেশনে ব্ল্যাক ডে পালন।


হুগলি, ২৩ জানুয়ারি:- উড়িষ্যার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরেই কর্মরত স্টেশন মাস্টার ও টিআইকে গত ১৯শে জানুয়ারি বরখাস্ত করা হয় কর্মস্থল থেকে। এর প্রতিবাদে আজ অল ইন্ডিয়া স্টেশন মাস্টার সংগঠন আজ কালো দিবস পালন করলো। এই উপলক্ষে আজ শেওড়াফুলি স্টেশন মাস্টার সহ হাওড়া ডিভিশনের ডিভিশনাল সেক্রেটারি এবং সংগঠনের আধিকারিকরা শেওরাফুলি স্টেশনে ব্ল্যাক ডে পালন করে।

তাদের দাবি যাদের দোষই সাব্যস্ত করা হয়েছে তারা প্রকৃতপক্ষে নির্দোষ, তাদের সসম্মানে কাজের যোগদান করানো। এবং তাদের যদি কাজে না ফিরিয়ে আনা হয় তাহলে লাগাতার আন্দোলনের হুমকিও দেয় সংগঠনের পক্ষ থেকে।