এই মুহূর্তে জেলা

এসএফআই-এর বিধানসভা অভিযান কর্মসূচিতে দীপ্সিতা সহ গ্রেফতার ৩৭, শিবপুর থানায় এলেন সুজন চক্রবর্তী।


হাওড়া, ১০ মার্চ:- এসএফআই-এর বিধানসভা অভিযান কর্মসূচিতে হাওড়া স্টেশনে থেকে বাম নেত্রী দীপ্সিতা ধর সহ ৩৭ জন এসএফআই সমর্থককে শুক্রবার গ্রেফতার করেছিল হাওড়া সিটি পুলিশ। ধৃতদের সেখান থেকে নিয়ে যাওয়া হয় শিবপুর থানায়। এদিন বিকেলে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী শিবপুর থানায় আসেন। তিনি এই গ্রেফতারের কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, রাজ্য সরকার ভয় পেয়েছে। তবে পুলিশ যতই বাধা দিক ওরা বিধানসভা অবধি পৌঁছে গেছে। এজন্য ওদের স্যালুট জানাই। বাংলার শিক্ষা বাঁচাতে এই নতুন ছেলেরা কাজ করবে। এদিকে, পুলিশ সূত্রের খবর, ৩৭ জন এসএফআই কর্মীকে থানা থেকে পার্সোনাল রিলিজ বন্ডে আজই ছেড়ে দেওয়া হবে।