এই মুহূর্তে জেলা

দশ দিনে রামমন্দির তৈরি করে ফেললেন চুঁচুড়ার অজয়।

হুগলি, ২২ জানুয়ারি:- বহু প্রতীক্ষার পর অযোধ্যায় আজ উদ্বোধন হল রাম মন্দিরের। সেই মাহেন্দ্রক্ষনে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন। গোটা দেশেই রামের প্রতি মানুষের ভক্তি দেখা যাচ্ছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় যেতে পারেননি অনেকেই। তবে টিভির পর্দায় সেই অনুষ্ঠান প্রত্যক্ষ করেছেন তারা। চুঁচুড়া পেয়াড়া বাগান জগন্নাথ বাড়ির পক্ষ থেকে শিল্পী অজয় প্রামানিককে রামমন্দর তৈরী করে দিতে বলা হয়। অজয় এর আগে ঘড়ির মোরের ঘড়ি, ব্যান্ডেল চার্চ, ষন্ডেশ্বরতলার মন্দির, সহ একাধিক স্থাপত্যের রেপ্লিকা তৈরী করে নজর কেড়েছেন। এবার দিন দশেক আগে রামমন্দির তৈরীর বরাত পেয়ে উচ্ছসিত হয়ে ওঠেন। অজয় বলেন, আমি মন থেকে চাইছিলাম রামমন্দির তৈরী করব। এর মধ্যে বরাত পেয়ে যাওয়ায় কাজে নেমে পরি।

এই কাজের জন্য অবশ্য পারিশ্রমিক নেননি তিনি। সেভাবে হাতে সময় ও পাননি। তাই যত দ্রুত সম্ভব উদ্যোক্তাদের কাছে রামমন্দির তৈরি করে দেওয়াটাই ছিল তার কাছে পরীক্ষা। ৬০ শতাংশ ফাইবার আর ৪০ শতাংশ কাগজের সংমিশ্রণে তৈরি সানবোর্ড দিয়ে তৈরী করেন রামমন্দির। সামাজিক মাধ্যমে মন্দিরের ছবি দেখেই তিনি এই কাজ করেছেন। এর আগেও তার শিল্পকলায় উঠে এসেছে তার হাতের ছোঁয়ায়। রামমন্দির নিতে এসেছেন যখন জগন্নাথ বাড়ির লোকজন তখনও রঙ করা চলছে। কিছুক্ষন অপেক্ষা করেই শোভাযাত্রা সহকারে রামমন্দির নিয়ে রওনা দেন উদ্যোক্তারা।