এই মুহূর্তে জেলা

আগামিকাল বাঁশবেড়িয়ার এক টুকরো অযোধ্যায় ৫১ হাজার লাড্ডু বিলি

হুগলি, ২১ জানুয়ারি:- আগামিকাল বাঁশবেড়িয়ার ‘এক টুকরো অযোধ্যায়’ ৫১ হাজার লাড্ডু বিলি হবে। রামমন্দির উদ্বোধনের মুহূর্তকে চির স্মরণীয় করে রাখতে এমনই উদ্যোগ নিয়েছে বাঁশবেড়িয়া কলবাজার এলাকার বাসিন্দারা। সেখানেই রয়েছে ৫০ বছরের পুরনো হনুমান মনস্কামনা সিদ্ধ মন্দির। বছর কয়েক আগে সেখানে রাম মন্দিরও তৈরি হয়েছে। ওই মন্দিরেই শনিবার থেকে শুরু হয়েছে লাড্ডু তৈরির বিশাল আয়োজন। পুরুষ মহিলা মিলিয়ে এলাকার প্রায় ৭০ জন মানুষ লাড্ডু তৈরিতে হাত লাগিয়েছেন। আগামিকাল অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরই সেই লাড্ডু এলাকার বাড়ি-বাড়ি বিতরণ করা হবে।

এ ছাড়াও রাম, সীতা ও লক্ষ্মণকে ভোগ হিসেবে তিনটি ১১ কেজির লাড্ডু দেওয়া হবে। লাড্ডুর জন্য দেড় হাজার কেজি ব্যাসন, ছ’শো কেজি চিনি, চারশো কেজি কিশমিশ, বারশো কেজি ঘি, দেড়শো কেজি সাদা তেল ব্যবহৃত হচ্ছে। মন্দিরের পুরোহিত রোহিত পন্ডিত জানান, মন্দিরে প্রতি বছর হনুমান জয়ন্তী ও জন্মাষ্টমীতে বিশেষ পুজো হতো। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগামিকাল এখানে দিনভর রামের পুজোপাঠ হবে। এ বার থেকে প্রত্যকবারই ২২ শে জানুয়ারি দিনটিতে বিশেষ পূজার্চনা হবে।