প্রদীপ বসু, ১৫ জানুয়ারি:- মকর সংক্রান্তির সন্ধ্যায় মহাসমারহে নব নির্মিত শিব মন্দিরের শুভ উদ্বোধন হয়ে গেল চাপদানি পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের খা পুকুরের আর বি এস রোডের রাস্তার পাশে। ফিতে কেটে মন্দিরের উদ্বোধন করেন পৌর প্রধান সুরেশ মিশ্র। এরপর পৌরপ্রধান মন্দিরে প্রবেশ করে পুরোহিতের সঙ্গে মন্ত্রচারণ করেন। মন্দিরের সামনে হোম যজ্ঞের আয়োজন করা হয়। মঞ্চে উপস্থিত পৌরপ্রধান সহ বিশিষ্ট অতিথিদের সন্মান জ্ঞাপন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।
সুরেশ মিশ্র তার বক্তব্যে জানান এখানে শিব মন্দিরের উদঘাটন হয়ে গেল ঠিক একই ভাবে অযোধ্যায় ২২ জানুয়ারি প্রতিষ্ঠিত করা হবে রাম মন্দির। এ বছরেই দীঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে। তার কাজ চলছে। বছরটা ভাল হলেও ধর্ম আর রাজনীতি এক করা ঠিক নয়। ধর্ম ধর্মের জায়গায় আর রাজনীতির জায়গায়। বক্তব্য দেওয়ার পর পৌরপ্রধান সহ অতিথিরা স্থানীয়দের হাতে প্রসাদ বিলি করেন।পৌরপ্রধানের উদ্যোগে মন্দির নির্মাণের পাশাপাশি আলোর মধ্যে হর হর মহাদেব লেখা সকলের দৃষ্টি আকর্ষণ করছে।