হাওড়া, ৭ মে:- বিয়ের কথা বলার নামে ডেকে প্রেমিকের উপর হামলার অভিযোগ প্রেমিকা ও তার সঙ্গীদের বিরুদ্ধে। চায়ের সঙ্গে ওষুধ মিশিয়ে খাইয়ে বেহুঁশ করে বেধড়ক মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ উঠেছে এই ঘটনায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রেমিককে। হাওড়ার সাঁত্রাগাছির মৌখালির ঘটনায় চাঞ্চল্য। আহত প্রেমিক আফজল শেখকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উলুবেড়িয়ার বাসিন্দা প্রেমিকার পরিবার আফজল শেখকে(২৮) ডেকেছিল কথা বলবে বলে।
তখনই ঘটে ওই ঘটনা। অভিযোগ, তারা আফজলের উপরে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে। লোহার রড ও ধারালো অস্ত্রের সাহায্যে তার মুখে মাথায় আক্রমণ করে পালিয়ে যায়। এরপর আফজল শেখ ঘন্টা তিনেক পরে রক্তাক্ত অবস্থায় নিজেই হাওড়ার জগাছা থানায় গিয়ে প্রেমিকার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আফজল শেখকে পুলিশ হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানেই তার চিকিৎসা চলছে।