হুগলি, ১২ জানুয়ারি:- ফুটবল পদযাত্রা ও ফুটবল খেলার মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দর জন্মতিথি পালন করল শ্রীরামপুর যুব তৃণমূল কংগ্রেস।শুক্রবার শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব মাঠ থেকে পদযাত্রা শুরু হয়ে জিতেন লাহিড়ী রোড ঘুরে মাঠে পদযাত্রা শেষ হয়।
মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন পুরপ্রধান গিরীধারী শাহ। ছিলেন শ্রীরামপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সংবীর চট্টোপাধ্যায়, অসীম পণ্ডিত, গৌরমোহন দে ও সন্তোষ কুমার সিং।