এই মুহূর্তে জেলা

সরস্বতী পুজোর অনুমতি দাবিতে ইংরেজি মাধ্যম স্কুলে ছাত্রদের বিক্ষোভ।

হাওড়া, ২৪ জানুয়ারি:- সরস্বতী পুজো করতে না দেওয়ায় হাওড়া ময়দানের একটি ইংরেজী মাধ্যম স্কুলের সামনে মঙ্গলবার বিক্ষোভ দেখালো ছাত্ররা। তাদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ স্কুলে সরস্বতী পুজো করার অনুমতি দিচ্ছে না। অথচ এর আগেও এই স্কুলের সরস্বতী পুজো হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের গেটের সামনে উত্তেজনা ছড়ায়। স্কুলেরই এক শিক্ষিকা এসে ছাত্রদের পরিষ্কারভাবে জানান যে ইংরেজি মাধ্যম স্কুলে সরস্বতী পুজো হয়না। তাই এই স্কুলেও সরস্বতী পুজো হবে না। স্কুলের এই দাবি মেনে নিতে পারেনি ছাত্ররা। এরপরেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

ওই স্কুলের ছাত্রদের অভিযোগ, লকডাউনের আগেও সরস্বতী পুজো হয়েছে। অথচ এবার তাদের পুজো করতে দেওয়া হচ্ছে না। স্কুলে যখন সমস্ত অনুষ্ঠান হচ্ছে সমস্ত আচার পালন হচ্ছে তখন সরস্বতী পুজো কেন করতে দেওয়া হবে না। বিক্ষোভরত ছাত্রদের আরও অভিযোগ তারা সরস্বতী পুজো করতে চাইছে বলে স্কুল কর্তৃপক্ষ তাদের হুমকি দিচ্ছে বিভিন্ন রকমভাবে। কিন্তু তারা চায় যে স্কুল যেহেতু বিদ্যার মন্দির তাই বিদ্যার মন্দির হিসেবে স্কুলে বিদ্যার আরাধাত্রী দেবী মা সরস্বতীর পুজো করতে দেওয়া হোক। বিক্ষোভরত এক ছাত্র বলেন, হাওড়ার সমস্ত স্কুলে সরস্বতী পুজো হয়। অথচ এই স্কুলে পুজোর আয়োজন করতে দেওয়া হয়নি। এর জবাবদিহি চেয়ে এদিন ছাত্ররা স্কুলের গেটের সামনে পোস্টার হাতে বিক্ষোভ দেখায়।