এই মুহূর্তে জেলা

পোলবায় ধান চুরির ঘটনার পর, গ্রামের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানোর প্রতিশ্রুতি বিধায়কের।

হুগলি, ৩০ ডিসেম্বর:- মান্ডিতে বিক্রির জন্য রাখা ৫৫ বস্তা ধান চুরি হয়েছিল পোলবার চাষীর। নিজের তহবিলের টাকায় গ্রামের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসাবেন বলার পাশাপাশি চাষীর সঙ্গে কথা বলে দিলেন সাহায্যের আশ্বাস। দুদিন আগে পোলবার পাউনান গ্রামের চাষী সন্দীপ বিশ্বাসের ৫৫ বস্তা ধান চুরি হয়।সরকারি সহায়ক মূল্যে মান্ডিতে বিক্রির জন্য বাড়ির সামনে বস্তায় ভরে রেখেছিলেন। গভীর রাতে সেই ধান চুরি হয়ে যায়।আজ চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার পাউনান গ্রামে যান। ক্ষতিগ্রস্থ চাষীর সঙ্গে কথা বলেন। সেখান থেকেই জেলা শাসক মহকুমা শাসকের সঙ্গে ফোনে কথা বলে চাষীর ধান চুরির যাওয়ার বলেন।

প্রশাসনিক ভাবে এবং দলীয় ভাবে চাষীর পাশে থাকার আশ্বাস দেন। বিধায়ক বলেন, কৃষক ফসল তুলে জমা করে রাখলে সেটা চুরি হলে গায়ে লাগে। সব পরিশ্রম জলে যায়। আর্থিক ক্ষতিও হয়। পাউনান গ্রামে এর আগে এ ধরনের ঘটনা ঘটেনি। গ্রামের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসাতে বিধায়ক তহবিলের টাকা দেবার কথা বলেন বিধায়ক। পোলবা থানার পুলিশকেও চুরি আটকাতে ব্যবস্থা নিতে বলেন।