এই মুহূর্তে জেলা

কার্নিভালে মুখ্য প্রশাসককে হেনস্থার প্রতিবাদে ‘ধিক্কার’ প্ল্যাকার্ড হাতে পুরনিগমে বিক্ষোভ।

হাওড়া, ২৯ ডিসেম্বর:- হাওড়ার ক্রিসমাস কার্নিভালে পুরনিগমের মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী সহ পুর কর্মীদের শারীরিক হেনস্থার প্রতিবাদে শুক্রবার দুপুরে পুরনিগমে ‘ধিক্কার’, ‘ছি:’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন পুরকর্মীরা। ওই প্রতিবাদে এদিন সামিল হন পুরনিগমের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, ১০০ দিনের দৈনিক মজুরিভিত্তিক কর্মীরা।

এদিনের প্রতিবাদ বিক্ষোভের নেতৃত্ব দেন পুরনিগমের আইএনটিটিইউসি নেতা অরূপ সেনগুপ্ত। কার্নিভালে পুর প্রশাসক ও পুর কর্মীদের মারধরের অভিযোগেই এদিন হয় প্রতিবাদ মিছিল। শিবপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধেই এদিন প্রতিবাদে সামিল হন পুরসভার কর্মীরা। এই ঘটনায় পুলিশের কাছে যথাযথভাবে তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি তোলেন তাঁরা।