এই মুহূর্তে জেলা

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫তম বর্ষপূর্তিতে স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ।


হাওড়া, ২৭ ডিসেম্বর:- রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে বুধবার বেলুড় মঠে এক স্মারক মুদ্রা ও স্মারক ডাকটিকিটের আনুষ্ঠানিক প্রকাশ হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি দপ্তরের মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এই বিষয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ জানান, এটি আমাদের কাছে খুবই গৌরবের।

কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে স্মারক মুদ্রা ও স্মারক ডাকটিকিট রিলিজ করা হলো। কেন্দ্রীয় সরকারের ইচ্ছানুসারে আমরা এর আগে রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আমাদের কর্মসূচি সংস্কৃতি মন্ত্রকের কাছে পাঠিয়েছিলাম। সেই কর্মসূচির মধ্যে স্মারক মুদ্রা ও স্মারক ডাকটিকিট ছিল। সেটি কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতেই প্রকাশ করা হলো।