এই মুহূর্তে জেলা

তৃণমূলের প্রতিবাদ মিছিল হাওড়ায়।

হাওড়া, ২৩ ডিসেম্বর:- কেন্দ্রের বিজেপি সরকারের অগণতান্ত্রিক কাজকর্ম ও বিরোধী দলের ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে শনিবার দুপুরে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলের সদর কার্য্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এর পাশাপাশি এদিন হাওড়া জেলা সদর তৃণমূল নেতৃত্বের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল হয়। ওই মিছিলের নেতৃত্ব দেন মন্ত্রী অরূপ রায়, হাওড়া সদর তৃণমূলের সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষ, বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়, হাওড়া সদর তৃণমূলের চেয়ারম্যান লগন দেও সিং সহ অন্যান্যরা। হাওড়া জেলা তৃণমূল কার্য্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিল। এরপর ওই মিছিল পাওয়ার হাউসের মোড়ে এসে শেষ হয়।

অরূপ রায় বলেন, গত কয়েকদিন ধরে সংসদে অন্যায়, অবিচার চলছে। কেন্দ্রীয় সরকার সংসদ বিরোধী শূন্য করতে চাইছে। সেই কারণে ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এর বিরুদ্ধে এদিন আমাদের প্রতিবাদ। এখানে প্রতিবাদ জানানো হলো। সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে এদিন প্রতিবাদ হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই অগণতান্ত্রিক মানসিকতার প্রতিবাদ জানাতে এদিনের এই কর্মসূচি। এর আগে আমরা দেখেছি সাংসদ মহুয়া মৈত্র সত্যি কথা বলেন বলে সবসময় প্রতিবাদ করেন বলে কেন্দ্রীয় সরকারের অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরোধীতা করেন বলে তাঁকে বহিষ্কার করা হলো। তাঁকে অকারণে বহিষ্কার করা হয়েছে। এরপর ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এর বিরুদ্ধেই প্রতিবাদ।