এই মুহূর্তে জেলা

সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ।


হাওড়া, ২৪ ডিসেম্বর:- সংসদ থেকে ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে রবিবার হাওড়ার বালিতে বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস। এদিন দুপুরে পশ্চিমবঙ্গ কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তপন দাসের নেতৃত্বে বালির ঘোষপাড়া বাজারে এক বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। তপন দাস বলেন মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী এবং অন্যান্য বিরোধী সাংসদদের মোদী সরকারের বেআইনি বরখাস্তের প্রতিবাদেই আমাদের এই বিক্ষোভ কর্মসূচি।

এদিন নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিনের কর্মসূচিতে সৌরভ ঘোষ, প্রাণবন্ধু চ্যাটার্জি, বিশ্বনাথ চক্রবর্তী, মানবেন্দ্র দাস, প্রবীর দাস, শুভেন্দু পাত্র, শ্যামল ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।