হাওড়া, ১৯ ডিসেম্বর:- যাত্রী পরিবহনের কাজে নিযুক্ত লঞ্চগুলির (ভেসেল) রক্ষণাবেক্ষণের কারণে আজ মঙ্গলবার থেকে আগামী রবিবার পর্যন্ত টানা ৬ দিন সংস্থার ফেরি পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি লিমিটেড কর্তৃপক্ষ। আর এর জেরে লঞ্চ পরিষেবা বন্ধ থাকায় সকাল থেকে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। যাত্রীদের অভিযোগ টানা ৬ দিন যে পরিষেবা ব্যাহত হবে তার কোনও আগাম নোটিশ বা ঘোষণা করা হয়নি।
ফলে তাঁরা জানতেনই না আজ থেকে লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে। এখানে এসেই তাঁরা একথা জানতে পেরেছেন। ফলে চূড়ান্ত নাকাল হতে হচ্ছে তাঁদের। সমিতির কর্মীরা জানান, তাঁরা সোমবার পর্যন্ত ডিউটি করেছেন। আজ থেকে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সুতরাং ভেসেলের ফিট সার্টিফিকেট আসার পরই আবার পরিষেবা শুরু হবে।