এই মুহূর্তে জেলা

হাওড়ায় রাজ্যপাল।

 

হাওড়া,৮ মার্চ :-  হাওড়ায় ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন অফ স্মল ইন্ডাস্ট্রিস অফ ইন্ডিয়া’র এক অনুষ্ঠানে এসে বিগত নির্বাচনগুলিতে রাজ্যে হিংসা থেকে শুরু করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ঘটনা, এমনকি করোনা ভাইরাস নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রবিবার সকালে হাওড়ার শরৎ সদনে বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল। অনুষ্ঠানের বিষয় ছিল “এমপাওয়ারিং ওমেন থ্রু এন্ট্রিপ্রিনিওরশিপ”। অনুষ্ঠান মঞ্চে এদিন রাজ্যপাল নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের উল্লেখ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিলেও এদিন রাজ্যপাল বিশ্ব নারী দিবসের অনুষ্ঠানে ইন্দিরা গান্ধী, বেনজির ভুট্টো, শেখ হাসিনা থেকে শুরু করে মীরা কুমার সহ আরও অনেকের নাম উল্লেখ করেন। স্বাধীনতা আন্দোলনে মাতঙ্গিনী হাজরার অবদানেরও উল্লেখ করেন।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                           তিনি বলেন, আমাদের দেশেও মহিলাদের সমান অধিকার রয়েছে। এদিনের অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা নিয়েও রাজ্যপালের গলায় ছিল প্রশংসার সুর। পাশাপাশি, নারী দিবসেও আবার ২০১৩, ২০১৮ সালের ভোটের হিংসার কথা তিনি উল্লেখ করেন। এদিন রাজ্যপাল করোনা ভাইরাস নিয়েও সবাইকে সতর্ক করেন। তিনি বলেন, আমায় আমন্ত্রণ জানালে আমি সব অনুষ্ঠানেই যাই। এদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন যে তাঁর পদত্যাগ নেওয়ার অধিকার আমার এবং আমি তাঁর পদত্যাগপত্র পাইনি। কবিগুরু রবীন্দ্রনাথের সঙ্গীত বিকৃতকারী শিক্ষার্থীদের এই বিষয়ে সম্মান শেখা দরকার।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.