এই মুহূর্তে জেলা

মৃত ছেলের বন্ধুকে বিশ্বাস করে নিঃস্ব উত্তরপাড়ার বৃদ্ধ দম্পতি।

হুগলি, ১৬ ডিসেম্বর:- মৃত ছেলের বন্ধুর কাছে প্রতারিত উত্তরপাড়ার বৃদ্ধ দম্পতি। ব্যাংক থেকে খোয়া গেলো প্রায় ১০ লক্ষ টাকা। ছেলে মারা গিয়েছেন আর বিশ্বাস করে ছেলের বন্ধুকে নিজেদের ব্যাংকের নথিপত্র দিয়েছিলেন বৃদ্ধ দম্পতি। কিন্তু ওই যুবক বৃদ্ধ দম্পতির বেসরকারি ব্যাংক থেকে প্রায় ১০ লক্ষ টাকা তাদের না জানিয়েই তুলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন উত্তরপাড়ার বৃদ্ধ দম্পতি তপন দত্ত ও মিনতি দত্ত। এই দম্পতি উত্তরপাড়ার রাজমোহন রোডের বাসিন্দা। বৃদ্ধ দম্পতি জানান, ছেলের মাধ্যমেই তার বন্ধুর সাথে তাদের আলাপ হয়েছিল। ছেলে বছর খানেক আগে মারা গেছেন। ওই বন্ধু ছেলের মৃত্যুর সময় তাদের নানা কাজে সাহায্য করতেন। ছেলে চলে যাওয়ায় মন খারাপের সুযোগ নিয়ে ভালো ব্যাবহার করে পাশে থাকার নামে তাদের বিশ্বাস অর্জন করে নেন।

বার্ধক্যের কারণে যাতায়াতের সমস্যার কারণে সুযোগ বুঝে তাদের সাহায্যের অছিলায় ব্যাংকের সমস্ত নথিপত্র নিজের কাছে রেখে দেন ওই যুবক। মিনতি দেবী বলেন ছেলেটার কাছে ব্যাংকের নথিপত্র বারবার চেয়েও পাইনি।শেষে জোর করে এনে দেখি আমাদের প্রায় ১০ লক্ষ টাকা সে হাতিয়ে নিয়েছে ব্যাংক থেকে। ওকে বিশ্বাস করে আমরা ঠকে গিয়েছি। এখন কি করে প্রতিদিনের খরচ চালাবো বুঝতে পারছিনা। বিষয়টা জানিয়ে পুলিশের সাহায্য চেয়েছি। পুলিশের এক কর্তা বলেন, আমরা ওই দম্পতির কাছে গিয়ে নির্দিষ্ট অভিযোগ নিয়ে তদন্ত শুরু করবো। ওই যুবক টাকা ফেরত দিলে ভালো। নাহলে তার বিরুদ্ধে দম্পতির নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হবে, আর ওই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে মৃত ছেলের বন্ধুকে বিশ্বাস করে যে এভাবে ঠকতে হবে সেটা যেনো বিশ্বাস করতে পারছেন না উত্তরপাড়ার বৃদ্ধ দম্পতি।