এই মুহূর্তে কলকাতা

উত্তরবঙ্গ সফর সেরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী।


কলকাতা, ৯ ডিসেম্বর:- উত্তরবঙ্গ সফর সেরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, দিন দশেক পরে দিল্লি সফর করবেন তিনি। এবারে রাজধানীতে মূলত তাঁর দুটি লক্ষ্য রয়েছে। ইন্ডিয়ার জোটের বৈঠকে যোগ দেবেন তৃণমূল নেত্রী। পাশাপশি রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করার কথা তাঁর। নবান্ন সূত্রে খবর আগামী ১৭ ডিসেম্বর দিল্লি যাবেন তিনি। ২০ ডিসেম্বর পর্যন্ত রাজধানীতে থাকবেন তিনি। জোটের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি শরিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গেও তাঁর আলাদা করে বৈঠক করার কথা।

১৮, ১৯ এবং ২০ ডিসেম্বর একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ২১ তারিখ কলকাতায় ফিরতে পারেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে কার্যত আর্থিক অবরোধের মুখে ফেলেছে। ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না, বাংলার বাড়ির টাকা দিচ্ছে না, স্বাস্থ্য মিশনের টাকা দিচ্ছে না। আমরা আলাদা করে কোনও টাকা চাইছি না। রাজ্যের প্রাপ্য টাকা চাইছি। সেটাও দিচ্ছে না। এই দাবিদাওয়া নিয়ে কথা বলতেই আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছি।