এই মুহূর্তে জেলা

রাজ্যপালকে কালো কাপড় দেখিয়ে গো ব্যাক স্লোগান তৃণমূলের।


নদীয়া, ৭ ডিসেম্বর:- রাজ্যপালকে কালো কাপড় দেখিয়ে গো ব্যাক স্লোগান তৃণমূলের। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ রাজ্যপালের। বৃহস্পতিবার সকাল থেকেই গোটা নদীয়া জেলা জুড়ে চলছে অতি ভারী বৃষ্টিপাত। তারই মাঝে নদীয়ার কল্যাণীর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজ্যপালের কোন ভয় ঢোকার মুহূর্তেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাজ্যপালকে দেখে কালো পতাকা দেখাতে শুরু করে, এরপর স্লোগান দেয় গো ব্যাক গো ব্যাক। তবে অনুষ্ঠানে যোগ দেওয়ার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনার নিন্দা জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল। তার দাবি ভারতীয় সংবিধান বলতে এ রাজ্যে কিছু নেই, সংবিধানের সম্মান দিতে জানে না তৃণমূল।