হুগলি, ৮ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে গিরিরাজ সিং এর মন্তব্য, বিক্ষোভ মহিলা তৃনমূল কংগ্রেসের। নির্লজ্জ বেহায়া গিরিরাজ, মোদী বাবু ক্ষমা চাও, মমতার অপমান মা বোনেদের অপমান লেখা পোস্টার গলায় ঝুলিয়ে বিক্ষোভ তৃনমূল মহিলা কর্মিদের। শুভেন্দুর মমতা চোর লেখা টি শার্টের পাল্টা বাংলার পকেটমার শুভেন্দু লেখা টি শার্ট পরে বিক্ষোভ তৃনমূল বিধায়ক ও কর্মিদের।