কলকাতা, ৬ ডিসেম্বর:- আগামী ২৪ শে ডিসেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা। ওই দিন কয়েকটি সংগঠন ময়দানে গীতাপাঠের কর্মসূচি নিয়েছে। যেখানে আমন্ত্রিত রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর মত তাবর ভিভিআইপি রা। শেষ পর্যন্ত তাঁরা ওই কর্মসূচিতে যোগ দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে ওই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে পরীক্ষার্থীরা কোন রকম অসুবিধার সম্মুখীন না হন সেদিকে কড়া দৃষ্টি রাখছে রাজ্য সরকার। এই বিষয়টি নিয়ে আলোচনা করতে বুধবার নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজ্য জুড়ে সব কেন্দ্রেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পরীক্ষার্থীদের যাতে কেন্দ্রে আসতে অসুবিধা না হয়, তার জন্য অতিরিক্ত বাসের ব্যবস্থা করতে পরিবহন দপ্তর কে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব।
বেসরকারি পরিবহন সংস্থা গুলিকে ও বাড়তি যানবাহন নামানোর আবেদন করতে ও বলা হয়েছে। রেল কতৃপক্ষ কেও উপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে কোনও জেরক্স দোকান খোলা থাকবে না। পরীক্ষার্থীরা নিতে পারবেন না মোবাইল। এদিনের বৈঠকে স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্কুল শিক্ষা, পরিবহন, পূর্ত দফতরের কর্তারা।ওই দিন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভিআইপিরা এলে তাঁদের নিরাপত্তা রক্ষা করে কিভাবে সুষ্ঠু পরীক্ষার আয়োজন করা যায় সে বিষয়ে ও এদিন আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।উল্লেখ্য আগামী ১০ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৪শে ডিসেম্বর করা হয়েছে। তিন লক্ষের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় বসতে চলেছেন।