হুগলি, ৪ ডিসেম্বর:- হিন্দুস্থান মোটরস কারখানার সাসপেনশন অফ ওয়ার্কস এর পর ন বছর পর এখনও অন্ধকারে শ্রমিক পরিবারগুলি। উদাসীন প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ! এক সময়ের এশিয়ার দ্বিতীয় বৃত্ততম মোটরগাড়ি তৈরির কারখানা চত্ত্বর এখন পরিত্যক্ত জায়গায় পরিণত হয়েছে। কারখানার শ্রমিকদের দাবি, সব রাজনৈতিক দলের বোঝাপড়ার পরেই দিনের আলোয় এখন প্রতিদিন কারখানা থেকে যন্ত্রাংশ বেরিয়ে যাচ্ছে অথচ কোনো ইউনিয়ন, পুলিশ প্রশাসন,স্থানীয় কাউন্সিলর, বিধায়ক কারোরই হুশ নেই, শুধু মাত্র রাজনৈতিক দলগুলির কিছু ভেকধারি মানুষ নিজেদের পকেট ভরার স্বার্থে আন্দোলনের নামে তোলাবাজি করছে।
কিভাবে শ্রমিক পরিবারগুলি দীর্ঘ নয় বছর ধরে আলো, জল ছাড়া বাস করছে কেউ ফিরেও তাকায় না, শুধু ভোটের সময় ভিড় করে রাজনৈতিক ফায়দা তুলতে। আর কতদিন এই দুর্ভোগের মধ্যে কাটাতে হবে তাদের একটাই প্রশ্ন শ্রমিক পরিবারদের মুখে? যদিও স্থানীয় কাউন্সিলর এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মুখ খুলতে রাজি হয়নি।