এই মুহূর্তে কলকাতা

বিজেপি পরিষদীয় দলের মুখ্যমন্ত্রীকে বয়কট কর্মসূচিকে কেন্দ্র করে আজও উত্তপ্ত বিধানসভা।

কলকাতা, ৪ ডিসেম্বর:- বিজেপি পরিষদীয় দলের মুখ্যমন্ত্রীকে বয়কট কর্মসূচি কেন্দ্র করে রাজ্য বিধানসভা আজ উত্তপ্ত হয়ে ওঠে। আজ অধিবেশন শুরুর বেশ কিছুক্ষণ আগেই বিধানসভায় পৌঁছান মুখ্যমন্ত্রী। তাঁকে দেখে বিরোধী বেঞ্চ থেকে চোর চোর স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা।অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশন প্রক্রিয়া শুরু করতেই বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় প্রথম চোর-চোর স্লোগান দেন।পরবর্তীতে শঙ্কর ঘোষ, মনোজ ওঁরাও সহ বাকি বিধায়করারাও চোর স্লোগান দিতে শুরু করেন।

আর এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল হই-হট্টগোল শুরু হয় ৷ এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। উল্লেখ্য তাঁকে বিধানসভা থেকে অন্যায় ভাবে সাসপেন্ড করার অভিযোগ তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই মুখ্যমন্ত্রীকে বয়কট করার কথা ঘোষনা করেছিলেন।