এই মুহূর্তে জেলা

মাথাভাঙ্গায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ৯ ।

কোচবিহার , ১ ফেব্রুয়ারি:- বিজেপি কর্মীসম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙ্গা। এদিনের ওই ঘটনায় আহত হল উভয় পক্ষের মোট ৯ জন। ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের ভাবেরহাট সংলগ্ন বড় মধুসূদন এলাকায়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন স্থানীয় বিজেপি নেতা উকিল বর্মন জানান, রবিবার তাঁদের বুথ কর্মীদের নিয়ে সম্মেলনের মঞ্চ তৈরি করার কাজ চলছিলো। আচমকাই ভাবেরহাট বাজার থেকে সশস্ত্রভাবে তৃণমূল কংগ্রেসের হার্মাদ বাহিনী তাদের ওই সভামঞ্চ ভাঙচুর করে এবং তাদের উপর আক্রমণ করে। গোটা ঘটনায় বিজেপির মোট ৪ জন কর্মী গুরুতর আহত হয়।

পরবর্তিতে তাদেরকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্য নজরুল ইসলাম তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানান, তাদের ৩জন কর্মী গোঁসাইরহাট বাজারের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় বিজেপি কর্মীরা তাঁদের রাস্তা আটকে তাদেরকে মারধর করে। পরে ঘটনার খবর পেয়ে কয়েকজন কর্মী তাঁদের উদ্ধার করতে ঘটনাস্থলে গেলে তাঁদেরকেও মারধর করা হয়। তৃণমূল কংগ্রেসের ৫জন কর্মী এরফলে আহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় শীতলকুচি থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। পাশাপাশিই এই ঘটনার জেড়ে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ানোয় পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।