এই মুহূর্তে জেলা

শাহের সভার দিন আবেদন করেও মেলেনি জল, হাওড়া পৌরনিগমের বিরুদ্ধে মামলা করতে চলেছে বিজেপি ?


হাওড়া, ১ ডিসেম্বর:- কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার দিন আবেদন করেও মেলেনি জল, এবার তাই হাওড়া পৌরনিগমের বিরুদ্ধে আদালতে মামলা রুজু করতে চলেছে বিজেপি? রাজ্য বিজেপি সূত্রে এমনটাই খবর। অভিযোগ, গত বুধবারের সভার জন্য হাওড়া পৌরনিগমের থেকে জল চেয়ে জল পায়নি বিজেপি। এবার তাই পৌরনিগমের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করতে চলছে বিজেপি।

গত ২৯ নভেম্বর অমিত শাহের সভায় আসা কর্মীদের হাওড়া স্টেশন চত্বরে খাওয়ার ব্যবস্থা করেছিল বিজেপি। সেখানেই হাওড়া পৌরনিগমের কাছে ৮টি জলের গাড়ি চেয়ে আবেদন করেছিল বিজেপি। অভিযোগ, সভার আগের দিন সন্ধ্যায় সেই আবেদন ফিরিয়ে দেয় হাওড়া পৌরনিগম। শুক্রবার দলের রাজ্য নেতা সঞ্জয় সিং সাংবাদিকদের একথা জানান।