এই মুহূর্তে কলকাতা

দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই হানা, বাদ গেল না বিধায়িকা অদিতি মুন্সিও।


কলকাতা, ৩০ নভেম্বর:- শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিধাননগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই হানা। আজ সকাল সাড়ে নটা নাগাদ নিজাম প্যালেসের সিবিআই আধিকারিকরা বিধান নগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়ি জ্যাংড়াতে পৌঁছে যায় এবং সাড়ে নটা থেকে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালায়। পাশাপাশি তার বাগুইআটির জ্যাংড়া এলাকা বাড়ি থেকে তাকে সাথে নিয়ে

সিবিআই আধিকারিকরা নাগেরবাজার শ্যামনগর এলাকার বালাজি আবাসনের দেবরাজ চক্রবর্তীর স্ত্রী বিধায়িকা অদিতি মুন্সির স্টুডিওতে আসে। এই বালাজি আবাসনের দ্বিতীয় তলায় রয়েছে অদিতি মুন্সির স্টুডিও। সেখানেও তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ান।বাইরে থেকে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়না। তবে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারান দেবরাজ চক্রবর্তী।