এই মুহূর্তে জেলা

মহার্ঘ্য ভাতার দাবিতে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী যৌথ মঞ্চের গণ অবস্থান হুগলিতে।

হুগলি, ৩০ নভেম্বর:- রাজ্য সরকারি কর্মচারী অবসর প্রাপ্ত কর্মচারীদের যৌথ মঞ্চের ২৪ ঘন্টা টানা গণ অবস্থান ধর্না হুগলি চুঁচুড়ায়। চুঁচুড়া ঘড়ির মোরে আজ বিকাল থেকে শুরু হয় অবস্থান। চলবে আগামী কাল দুপুর দুটো পর্যন্ত।রাজ্য কো-অর্ডিনেশান কমিটি, এবিটিএ, এবিপিটিএ, অশিক্ষক কর্মচারী সংগঠন, পলিটেকনিক শিক্ষক ও শিক্ষা কর্মি, ১২ জুলাই কমিটির মত বাম পন্থী সংগঠন গুলোর যৌথ মঞ্চ এই গণ অবস্থানের ডাক দেয়। রাজ্য কো-অর্ডিনেশন কমিটির হুগলি জেলা সাধারন সম্পাদক সুশান্ত বন্দোপাধ্যায় বলেন,মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের অধিকার। এটা আদালতও বলেছে। আমরা কোনো অন্যায় দাবী করিনি। বাজার দর বাড়ছে আর সরকারি কর্মিদের প্রাপ্ত মহার্ঘ ভাতা দিচ্ছে না।

মুখ্যমন্ত্রী বলছেন মহার্ঘ ভাতা ঐচ্ছিক, অধিকার নয়। আমাদের দাবী আদায়ের জন্য আন্দোলন আরও তীব্র হবে। সেটা লাগাতার পেন ডাউন হতে পারে ধর্মঘট হতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব যেমন সিদ্ধান্ত নেবে সেভাবেই হবে। রাজ্য কো-অর্ডিনেশান কমিটির সাধারন বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, আক্রমণের তীব্রতা বৃদ্ধি পেলে আন্দোলনের তীব্রতাও বৃ্দ্ধি পায়। এর আগেও সরকারের এক বলেছিলেন সরকারি কর্মচারীদের আন্দোলনকে আস্তা কুড়ে ছুঁড়ে ফেলে দেবেন। কিন্তু জনগণ তাকেই ছুঁড়ে ফেলে দিয়েছিল জনগণ। কর্মচারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে সরকার বেশিদিন চালানো যায় না। রাজ্যের শাসকের সেই সময় এগিয়ে আসছে। যৌথ মঞ্চের প্রতিনিধিরা রাতভর ঘড়ির মোরেই অবস্থান করবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সভার কাজ শেষ হবে। আগামী ৫-৬ ডিসেম্বর কলকাতাতেও হবে রাতভর অবস্থান ধর্না।