এই মুহূর্তে কলকাতা

বিধানসভার অধিবেশনে বিধায়কদের অনুপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ অধ্যক্ষের।


কলকাতা, ২৯ নভেম্বর:- হাজিরা সংক্রান্ত কঠোর নির্দেশিকার পরেও বিধানসভার অধিবেশনে বিধায়কদের অনুপস্থিতি নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিধানসভার অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে আজ দেখা যায় আগে থেকে প্রশ্ন জমা দেওয়ার পরেও শাসক বিরোধী মিলিয়ে সাতজন প্রশ্নকর্তা অনুপস্থিত। সরকারপক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষও সেই সময় অনুপস্থিত ছিলেন। যা নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন এই পরিস্থিতি দুর্ভাগ্যজনক। শেষ পর্যন্ত অষ্টম প্রশ্নকর্তা সওকত মোল্লার প্রশ্ন দিয়েই বিধানসভার অধিবেশন শুরু হয়। বিধানসভা সূত্রে জানা গিয়েছে সরকার পক্ষের তিন বিধায়ক আগেই প্রশ্ন জমা দিয়েছিলেন।

অথচ বিধানসভায় এদিন থাকেননি। সেই তালিকায় রয়েছেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, বসিরহাট উত্তরের রফিকূল ইসলাম মণ্ডল, হিঙ্গলগঞ্জের দেবেশ মণ্ডল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভার কারণে বিজেপির চার প্রশ্নকর্তা বিধায়কও আজ অধিবেশনে যোগ দেননি। পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, মুখ্য সচেতক নির্মল ঘোষ পারিবারিক অনুষ্ঠানের কারণে আজ বিধানসভায় অনুপস্থিত।তবে প্রশ্ন জমা দেওয়ার পরেও ওই বিধায়করা কেন এলেন না দলের তরফ থেকে তা জানতে চাওয়া হবে।