হুগলি, ২৭ নভেম্বর:- গুরুনানক এর জন্মদিনে সকাল সকাল ডানকুনি গুরুদ্বারা য় উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল আটটার কিছু পরে ডানকুনিতে উপস্থিত হন তিনি। শিখ ধর্মাবলম্বী মানুষদের অনুষ্ঠানে অংশ নিয়ে সেখানে শ্রদ্ধা ও জানান তিনি।
রাজ্যবাসীর মঙ্গল কামনা করে তিনি বলেন গুরুনানক এর দেখানো পথেই আগামীদিনে ভারতবর্ষ চলবে। এদিন বীরভূমের রামপুরহাট ও হুগলীর সিঙ্গুরে ও বেশ কয়েকটি রাজনৈতিক কর্মসূচী রয়েছে তার।